Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীতে বাস মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ২:২৩ পিএম

পটুয়াখালী জেলা সংবাদদাতা : পটুয়াখালী, বরগুনা ও বরিশালের সঙ্গে কুয়াকাটার মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে তিন জেলার বাস মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। মহাসড়কে অটোবাইক এবং ভটভটি ও ট্রলার টেম্পো চলাচল বন্ধের দাবিতে এ বাস ধর্মঘটের ডাক দেয় তারা।

পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা দুলু জানান, ১৩ ফেব্রুয়ারি বরগুনার আমতলীতে বাস ও অটোবাইক শ্রমিকদের সংঘর্ষে ১৭ জন বাস মালিক ও শ্রমিককে গ্রেফতার করার প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিতে ওই দিনই পটুয়াখালী প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে বাস ধর্মঘটের হুমকি দেন পটুয়াখালী, বরগুনা ও বরিশালের বাস শ্রমিক মালিক সমন্বয় পরিষদের নির্বাহী সভাপতি নজরুল ইসলাম খোকন।

এ সময় তিন জেলার নেতারা উপস্থিত ছিলেন। পরের দিন আমতলীতে একটি বাস পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। দাবি না মানায় আজ বৃহস্পতিবার থেকে ঘোষিত ধর্মঘট পালন শুরু করেছে সমন্বয় পরিষদ।

বাস ধর্মঘট শুরু হওয়ায় কুয়াকাটাসহ তিন জেলার সাধারণ যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। তবে পুলিশ প্রহরায় বিআরটিসি বাস চলাচলের উদ্যোগ নিয়েছে প্রশাসন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ