বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালী ব্যুরো : কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে ৭টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল ওই দোকানগুলো থেকে নগদ টাকাসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদলের হামলায় মাইন উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে চৌধুরী বাজারে এ ডাকাতির ঘটনা ঘটে। আহত মাইন উদ্দিন ওই এলাকার মোস্তফা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে একদল ডাকাত চৌধুরী বাজারে প্রবেশ করে। এসময় তারা ফটিক মোল্লা, বাবুল মাষ্টার, হারুন সওদাগর, সোহেল, ফারুক হোসেন মাঝি ও একটি স্বর্ণ দোকানের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে নগদ টাকা এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরে বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ডাকাতদল মাইন উদ্দিন নামের একজনকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে পালিয়ে যায়।
ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন জানান, ডাকাতদল ৭টি দোকান থেকে নগদ টাকা’সহ অন্তত ১৫লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী জানান, খবর পেয়ে সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।