Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরগুনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:১০ পিএম

বরগুনা জেলা সংবাদদাতা : মহাসড়কে মাহেন্দ্র, অটোরিকশা ও পুলিশের হাতে গ্রেফতারকৃত বাস শ্রমিকদের মুক্তির দাবিতে বরগুনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

জেলা বাস মালিক ও শ্রমিক সমিতির ডাকা ধর্মঘটের কারণে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা।

বাস মালিক-শ্রমিক সমিতির নেতারা জানান, ১৩ ফেব্রুয়ারি মহাসড়কে যান চলাচল নিয়ে মাহেন্দ্র, অটোরিকশা শ্রমিকদের সঙ্গে সমঝোতা বৈঠকে বসেন তারা। ওই বৈঠকে শুরু হয় বাকবিতণ্ডা। এসময় মাহেন্দ্র, অটোরিকশা শ্রমিকরা চারটি বাস ভাঙচুর করেন। বাস শ্রমিকরা এতে বাধা দিতে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে ১৮ জন শ্রমিককে আটক করে। একই ঘটনাকে কেন্দ্র করে আমতলীতে একটি বাসে আগুন দেয় মাহেন্দ্র-অটোরিকশা শ্রমিকরা।

যতদিন মহাসড়কে মাহেন্দ্র, অটোরিকশা ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচল বন্ধ না হবে এবং গ্রেফতারকৃত বাস শ্রমিকদের মুক্তি দেয়া না হবে ততদিন পরিবহন ধর্মঘট চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন বাস মালিক-শ্রমিক সমিতির নেতারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ