বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় ঘুমের বড়ি সেবন করে কামাল হোসেন চৌধুরী (৪৫) নামে পুলিশের এক কনস্টেবল আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্যদের অভিযোগ, ছুটি না পাওয়ায় হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন।
পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে কামাল অনেকগুলো ঘুমের বড়ি সেবন করে। এতে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তিনি মারা যান।
নিহতের বোন সীমা চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের ব্যথায় ভুগছিলেন কামাল। উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার ইচ্ছা ছিল তার। কিন্তু ছুটি না মেলায় হতাশা থেকে আত্মহত্যা করেছেন।
এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার (ওসি) সাহাবুদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এমন ঘটনার কথা শুনেছি। তবে ওই কনস্টেবল কুষ্টিয়ায় নয়, মেহেরপুরে কর্মরত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।