বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মালেক মল্লিক : জাতীয় বেতন স্কেলের পঞ্চম থেকে চতুর্থ গ্রেডে উন্নীত হলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক পর্যায়ের ৩০ কর্মকর্তা। এর ফলে গ্রেডপ্রাপ্ত তারা যুগ্ম-সচিবদের সমান স্কেলে মূল বেতন (৫০,০০০-৭১,২০০) পাবেন বলে জানা গেছে। ওই কর্মকর্তাদের চাকরি ‘সন্তোষজনক’ আখ্যা দিয়ে উচ্চতর স্কেলে উন্নীত করা হয়। ২০১৫ সালের ১৫ ডিসেম্বর থেকে নতুন এ বেতন স্কেল ভূতাপেক্ষ কার্যকারিতা দিয়ে মঞ্জুর করা হয়। আদেশ জারির পর এ সিদ্ধান্ত স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই সঙ্গে দুদক চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছেন। তাদের মতে, কাজের প্রাপ্তিও পেয়েছেন তারা।
গতকাল বুধবার জারিকৃত দুদকের অফিস আদেশে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা একই পদে চাকরির ৬ বছর পূর্ণ করেছেন। জাতীয় বেতন স্কেল-২০১৫ এর অনুচ্ছেদ ৭ এবং ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর অর্থ বিভাগের জারি করা পরিপত্র অনুযায়ী সন্তোষজনক চাকরির পরিপ্রেক্ষিতে জাতীয় বেতন স্কেলের ৫ম গ্রেডভুক্ত (৪৩,০০০-৬৯,৮৫০) থেকে পরবর্তী উচ্চতর স্কেল চতুর্থ গ্রেড (৫০,০০০-৭১২০০) মঞ্জুর করা হয়েছে। অবিলম্বে জারিকৃত এ আদেশ কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
চতুর্থ গ্রেডে উন্নীত হলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের ২৪ জন উপ-পরিচালক। আর বাকি ছয়জন হলেনÑ রাঙ্গামাটি, বরিশাল, খুলনা, দিনাজপুর, কুমিল্লা ও কুষ্টিয়া জেলার সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক।
প্রধান কার্যালয়ের ২৪ জন হলেনÑ উপ-পরিচালক এ কে এম ফজলুল হক, সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ, আব্দুস সাত্তার সরকার, রাম মোহন নাথ, মোহাম্মদ আব্দুস সোবহান, মো. গোলাম মোস্তফা, মনিরুল হক, হামিদুল হাসান, গোলাম ফারুক, আব্দুল্লাহ-আল জাহিদ, মোহাম্মদ মোরশেদ আলম, ড. মোহাম্মদ জহিরুল হুদা, শেখ মো. ফানাফিল্যা, মো, কামরুল আহসান, নাছির উদ্দিন, খান মো. মীজানুল ইসলাম, বেনজীর আহম্মদ, গোলাম শাহরিয়ার চৌধুরী, জুলফিকার আলী, মনিরুজ্জামান খান, মো. মাহমুদ হাসান, মো. মঞ্জুর মোর্শেদ ও এস এম মফিদুল ইসলাম।
এছাড়াও ছয় জেলার সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালকরা হলেনÑ মোহাম্মদ সফিকুর রহমান ভূইয়া, মতিউর রহমান, আবদুল হাই, আব্দুল করিম, মোহাম্মাদ আবুল কালাম আজাদ ও আব্দুল গাফ্ফার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।