বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রূপগঞ্জ উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রæপ-পুলিশ ত্রিমুখী ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ফাঁকা গুলি ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসনকেন্দ্রে ঘটে এ ঘটনা। এদিকে, পুলিশের উপর হামলা ও আহতের অভিযোগ এনে উপ-পরিদর্শক (এসআই) সাব্বির আহাম্মেদ বাদী হয়ে ৬৮ জনকে নামীয় ও অজ্ঞাতদের থেকে দুই’শ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
দীর্ঘদিন ধরেই চনপাড়া পুনর্বাসনকেন্দ্র এলাকায় বালুর ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন আধিপত্যবিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেত্রী বিউটি আক্তার কুট্রির সঙ্গে অপর আওয়ামী লীগ নেতা বজলুর রহমানের বিরোধ চলে আসছিল। প্রায় সময়ই তাদের দু’পক্ষের মাঝে সংঘর্ষ ও বাকবিতÐার ঘটনা ঘটে থাকে।
গত মঙ্গলবার সন্ধ্যায় বিউটি আক্তার কুট্রির নেতৃত্বে তার লোকজন ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন। এসময় বজলুর রহমান ও শফিকুল ইসলাম জায়েদের নেতৃত্বে তাদের লোকজনও পাল্টা বিক্ষোভ মিছিল বের করেন। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া- পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় পুরো এলাকাজুরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ছুটাছুটি করতে শুরু করেন।
পরে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির আহাম্মেদের নেতৃত্বে একদল পুলিশ আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে যান। পুলিশ উভয়পক্ষকে বুঝিয়ে-শুনিয়ে শান্ত করার চেষ্টা চালায়। এক পর্যায়ে আওয়ামী লীগের লোকজন পুলিশের উপর হামলা চালায়। এসময় আওয়ামী লীগের দু’গ্রæপ ও পুলিশ ত্রিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়েন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।