Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম শব্দ বাদ দেয়ার ষড়যন্ত্র রুখে দিতে হবে

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মুহাম্মদ ঈসা শাহেদী এক বিবৃতিতে বলেন, দেশের একমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও মুসলিম বিধান বিভাগ থেকে মুসলিম নামটি বাদ দেয়ার বিভাগীয় সিদ্ধান্তের সংবাদ অত্যন্ত দু:খজনক। কারণ, দীর্ঘ এক শতাব্দিকাল এ দেশের মাদরাসা ছাত্র, আলেম সমাজ ও বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর নিরবচ্ছিন্ন আন্দোলনের প্রেক্ষিতে ৯০ এর দশকের শেষভাগে তৎকালীন জিয়াউর রহমান সরকার কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। এর পেছনে আরেকটি কারণ ছিল, ওআইসি সম্মেলনে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশে একটি ইসলামী বিশ^বিদ্যালয় ও ইসলামী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করার ব্যাপারে কৃত ওয়াদা বাস্তবায়ন করা। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর শতকরা ৫০ ভাগ মাদরাসা ছাত্র ভর্তির কোটা বাধ্যতামূলক ছিল। পরবর্তীতে এই কোটা হ্রাস করে ক্রমান্বয়ে সম্পূর্ণ তুলে দেয়া হয়েছে। এরপরও যেটুকু ইসলামী শিক্ষা ও গবেষণার সুযোগ এবং নামচিহ্ন আছে তা তুলে দিয়ে একে সাধারণ ধর্মনিরপেক্ষ বিশ^বিদ্যালয় বানানোর যে ষড়যন্ত্র করা হচ্ছে, এই উদ্যোগটি তারই ভয়াবহ খেলা। ড. শাহেদী আত্মঘাতী এ পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি জোরালো দাবি জানান।



 

Show all comments
  • মোং মিজান ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ৭:৪১ এএম says : 0
    আমি একমত
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ