Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের হাতে গ্রেফতারকৃত সিরাজের ৪ দিনেও সন্ধান মেলেনি

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা : গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা শহরের চকপাড়া গ্রামের সিরাজুল ইসলাম সিরাজকে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার ৪ দিন অতিক্রান্ত হলেও আজ পর্যন্ত তার সন্ধান মেলেনি। এমনকি আইন অনুযায়ী তাকে আদালতেও হাজির করা হয়নি। সিরাজুল ইসলাম সিরাজের অসহায় বৃদ্ধ মা শেফালী বেগম বুধবার গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তার সন্তানকে ফিরে দেয়ার দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, পলাশবাড়ি থানার এসআই কৃষ্ণসহ কয়েকজন সাদা পোশাকধারী পুলিশ সদস্য গত ১২ ফেব্রæয়ারি বাড়ি থেকে সিরাজকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর থেকে আজ পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে মঙ্গলবার পলাশবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরী করতে গেলে থানার ডিউটি অফিসার আমিনুল ইসলাম কোন অভিযোগ নিতে অস্বীকৃতি জানান। এ ব্যাপারে অন্যান্য আইন-শৃংখলা বাহিনীর বিভিন্ন সংস্থার কাছে শরণাপন্ন হলেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। তার মায়ের দাবি সিরাজুল ইসলাম যদি কোন অপরাধ করে থাকে বা তার বিরুদ্ধে কোন গ্রেফতারি পরোয়ানা থাকে তবে আইন অনুযায়ী তাকে অবিলম্বে আদালতে হাজির করা হোক। অন্যথায় তার ছেলে সিরাজুল ইসলাম সিরাজের কোন জানমালের ক্ষতি হলে সে দায়ভার সরকারকেই নিতে হবে বলে তার মা শেফালী বেগম সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিরাজের স্ত্রী দৌলতুন্নাহার, ভাই নুহু মিয়া, শাশুড়ি হাজরা বেগম, শ্যালিকা রাবেয়া বেগম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ