Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামের কালজয়ী আদর্শই মুক্তির একমাত্র গ্যারান্টি -সূফি মিজানুর রহমান

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বিশিষ্ট শিল্পপতি সূফি মিজানুর রহমান বলেছেন, সকল তাগুতি শক্তির অপনোদন ঘটিয়ে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠায় আহলে বাইতে রাসূলের (সা:) অনন্য আত্মত্যাগ এখনো ইসলামের ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। ইতোঃপূর্বে বিশ্বে অসংখ্য বাদ-মতবাদের সর্বাধিক চর্চা ও অনুশীলন হলেও কালের বিবর্তনে তা অসার প্রমাণিত হয়েছে। ইসলামের শাশ্বত ও কালজয়ী আদর্শই একমাত্র মানবতার মুক্তির গ্যারান্টি হিসেবে আজ প্রমাণিত।
আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের উদ্যোগে সোমবার জমিয়াতুল ফালাহ মসজিদ মিলনায়তনে সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক কামাল উদ্দিন আহমদ। বক্তব্য রাখেন ইফার উপ-পরিচালক আবুল হায়াত মোহাম্মদ তারেক, পেয়ার মোহাম্মদ কমিশনার, এম এ মনছুর, মোহাম্মদ খোরশেদুর রহমান, সৈয়দ মুহাম্মদ আবদুল লতিফ, মোহাম্মদ আব্দুল হাই মাসুম, হাফেজ মাওলানা মোহাম্মদ ছালামত উল্লাহ, ড. মাওলানা মোহাম্মদ জাফর উল্লাহ, জাফর আহমেদ, মুহাম্মদ সিরাজুল মোস্তফা প্রমুখ।
সর্বসম্মতিক্রমে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে সূফি মিজানুর রহমান নির্বাচিত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ