বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের সালথায় সাংবাদিক পরিবারসহ নারী, শিশু ও সাধারণ লোকজনের ওপর মামা বাহিনীর চলমান সন্ত্রাসী কর্মকা-ের প্রতিবাদে ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে ফরিদপুর প্রেসক্লাব। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে যোগ দেয় ফরিদপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ও ভোরের প্রত্যাশার সম্পাদক ইমতিয়াজ হাসান রুবেলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, বিএমএ ফরিদপুরের সভাপতি ডাক্তার খবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা: মাহফুজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা আয়মন আকবর চৌধুরী বাবলুর নেতৃত্বাধীন মামা বাহিনীর সন্ত্রাসী হামলায় ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক বাঙ্গালী খবর পত্রিকার সম্পাদক মো. সেলিম মোল্যার বাবা-মা, ভাইয়ের স্ত্রীসহ সালথায় অসংখ্য নারী, শিশু ও সাধারণ লোকজনের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।