Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে পুলিশের হস্তক্ষেপে সম্পত্তি ফিরে পেলো লিয়াকত

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম


মাদারীপুর জেলা সংবাদদাতা : মাদারীপুরে পুলিশের হস্তক্ষেপে অবশেষে নিজ সম্পত্তি ফিরে পেল লিয়াকত আলী ভূইয়া নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী। এতে তার বড় ভাই জহির ভূঁইয়া ও চাচাতো ভাই অহিদুল ভূঁইয়ার সাথে চলা দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান ঘটলো। এ ঘটনায় লিয়াকত আলী ভূঁইয়া পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জানা গেছে, সদর উপজেলার পাকদি মৌজার থানতলী এলাকার আজাহার আলী ভূঁইয়ার ছেলে লিয়াকত আলী ভূঁইয়ার সাথে পৈত্রিক সম্পত্তি নিয়ে বড় ভাই জহির ভূঁইয়া ও চাচাতো ভাই অহিদুল ভূঁইয়ার সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে।
অনেক দেন-দরবার করে লিয়াকত আলী ভূঁইয়া তিক্ত হয়ে নিজ সম্পত্তি ফিরে পাওয়ার জন্য পুলিশের তদন্ত সহ সম্প্রতি পুলিশ হেডকোয়ার্টারে আইনী সহায়তা চেয়ে একটি মানবিক আবেদন করেন। এ প্রেক্ষিতে পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন আইনের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. আনোয়ার হোসেন ভুঁইয়াকে দায়িত্ব দেন। গত ৫ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. আনোয়ার হোসেন ভুঁইয়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ পক্ষ-প্রতিপক্ষকে ডেকে উভয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের চলমান দ্বন্দ্বটি শান্তিপূর্ণভাবে মীমাংসা করে দেন। এ অবস্থায় উভয়ের শান্তিতে সহাবস্থানের স্বার্থে গত ১০ ফেব্রুয়ারি লিয়াকত আলী ভূঁইয়ার বড় ভাই জহির ভূঁইয়া নিজে বাড়ির সম্পত্তি পরিমাপ করে লিয়াকতকে তার ৮ শতাংশ সম্পত্তি বুঝিয়ে দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ