Inqilab Logo

বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ যিলহজ ১৪৪৫ হিজরী

সেই মিৎসুবিশি পাজেরোর মালিকের সন্ধান

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম


চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার কোটি টাকার সেই মিৎসুবিশি পাজেরো গাড়ির মালিকের সন্ধান পেয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। কর্মকর্তারা দাবি করেন, গাড়িতে থাকা ব্যাংকের একটি ডেবিট কার্ডের সূত্র ধরে শুল্ক ফাঁকি দিয়ে আনা গাড়িটির ব্যবহারকারীর সন্ধান পান তারা। তাদের দাবি, ওই গাড়ির মালিক নগরীর চকবাজার জয়নগরের বাসিন্দা শাহেদ হোসাইন। গত সোমবার বিকেলে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিলাসবহুল গাড়িটি চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রাবাসের মাঠ থেকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। গাড়িটি পার্ক করা অবস্থায় থাকার কারণে তখন ব্যবহারকারীর পরিচয় জানাতে পারেনি শুল্ক  গোয়েন্দা কর্মকর্তারা। জানতে পারেনি গাড়ির ইঞ্জিন, চেসিস এবং মডেল নাম্বারও। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান জানান, আটকের সময় গাড়ি লক থাকায় ব্যবহারকারী তথ্য জানা যায়নি। মালিক না পাওয়ায় রেকার দিয়ে টেনে গাড়িটি চট্টগ্রাম কাস্টম হাউসের শুল্ক গুদামে রাখা হয়। পরে লক ভেঙে গাড়ির ভেতর থেকে দুটি মোবাইল ফোন সেট, একটি ম্যানিব্যাগ উদ্ধার করা হয়। মানিব্যাগে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে মিডল্যান্ড ব্যাংকের ডেবিট কার্ড পাওয়া যায়। কার্ডের সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে গতকাল (বুধবার) গাড়ি ব্যবহারকারীর সন্ধান পাওয়া যায়। তিনি জানান, গাড়ির মালিক শাহেদ হোসাইন নগরীর ১ নম্বর জয়নগর এলাকার ১৮ নম্বর লেনের ৫২বি বাড়ির মোহাম্মদ ইউসুফের পুত্র। পাসপোর্টের স্থায়ী ঠিকানা অনুযায়ী শাহেদ রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ