Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুয়েট অধিকতর উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম


রাজশাহী ব্যুরো : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো ও ইকুইপমেন্ট স্থাপনের জন্য একনেকে ৩৪০ কোটি ১৩ লাখ টাকার একটি মেগা প্রকল্প অনুমোদন করা হয়েছে। রুয়েটের উন্নয়নে এত বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিয়ে প্রকল্প অনুমোদন দেয়ায় ভিসি প্রফেসর ড. মোহা: রফিকুল আলম বেগ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। মঙ্গলবার ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ‘রুয়েট অধিকতর উন্নয়ন প্রকল্প’-এর অনুমোদন দেয়া হয়। এই  মেগা প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়নে ৩৪০ কোটি ১৩ লাখ টাকা রবাদ্দ দেয়া হয়েছে। এই মেগা প্রকল্পের আওতায় রুয়েটে তিনটি অ্যাকাডেমিক ভবন, একটি প্রশাসনিক ভবন, একটি ইনস্টিটিউট ভবন, একটি ছাত্র হল ও একটি ছাত্রী হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঁচতলা পর্যন্ত সম্প্রসারণ, একটি শিক্ষক কোয়ার্টার, একটি শিক্ষক ডরমেটরি, একটি অফিসার্স কোয়ার্টার, একটি স্টাফ কোয়ার্টার, মেডিক্যাল সেন্টার ভবন এবং ভিসির বাসভবন নির্মাণ করা হবে।
উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় ১৩টি ভবন নির্মাণ করা হবে, যার ১১টি হবে ১০ তলাবিশিষ্ট ভবন। এছাড়াও শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যবহারিক ও গবেষণামূলক কর্মকা- সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিভিন্ন ল্যাবে অত্যাধুনিক ইকুইপমেন্ট স্থাপন করা হবে এই প্রকল্পের আওতায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ