Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : শেরপুরের নলিতাবাবাড়ী ও টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
ট্রলি-মোটরসাইকেল  সংঘর্ষে  নিহত ১
শেরপুর জেলা সংবাদদাতা : শেরপুরের নালিতাবাড়ীতে বালুভর্তি ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার আড়াইআনী বাজারের ভূমি অফিসের সামনে। নিহত মোটরসাইকেল চালকের নাম  মহিউদ্দিন (৫০)। তিনি উপজেলার ভেদীকুড়া গ্রামের মৃত হাজী ছমিরউদ্দিনের ছেলে। এ ঘটনায় ট্রলিচালক বজলুর রহমানকে (২৫) আটক  করা হয়েছে।
টাঙ্গাইলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
টাঙ্গাইল জেলা সংবাদদাতা : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের চাপায় ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ নাজমুল কবির (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বিকেল তিনটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুলের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার নওপাড়া গ্রামে। এ ঘটনায় আসলাম নামে মোটরসাইকেলের অপর আরোহী আহত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ