Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চান্দিনায় অটোরিকশা চালকের ছুরিকাঘাতে যুবক খুন

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম


চান্দিনা উপজেলা সংবাদদাতা : ৫ টাকা ভাড়া নিয়ে নারী যাত্রীর সঙ্গে অটোরিকশা চালকের বিরূপ আচরণকে কেন্দ্র করে অটোরিকশা চালকেরই ছুরিকাঘাতে মাসুম (২৩) নামে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় আরও ২জন আহত হত্তয়ার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক মাসুম ওই গ্রামের ফজলু মিয়ার ছেলে। আহতরা হলেন- নিহতের বড় ভাই মাসুদ  (২৭) ও একই বাড়ির চাচাতো ভাই আব্দুর রাজ্জাকের ছেলে সাঈদ (১৭)। আহতদের স্থানীয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সিরাজ মিয়া জানান, বদরপুর বাজার থেকে সিএনজি অটোরিকশার এক নারী যাত্রী মাত্র এক কিলোমিটার দূরত্বে মাইজখার আচার্যবাড়ি সংলগ্ন এলাকায় নেমে ৫ টাকা ভাড়া দেন। চালক ৫ টাকা নিতে অস্বীকার করে ১০ টাকা দাবি করেন। ওই নারী যাত্রী ১০ টাকা দেওয়ার অপারগতা প্রকাশ করলে চালক ক্ষিপ্ত হয়ে নারী যাত্রীকে অকথ্য ভাষায় গালমন্দ করে। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মাসুম প্রতিবাদ করলে চালক ও মাসুমের মধ্যে বাগবিত-া হয়। পরে উভয় পক্ষ ঘটনাস্থল ত্যাগ করেন। মাত্র আধাঘণ্টা পর সিএনজি অটোরিকশা চালক একই গ্রামের সুলতান মিয়ার ছেলে শাহজালাল ও অন্য লোকজন নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় চালক শাহজালালের ছুরিকাঘাতে মাসুমের মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ