বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মির্জাপুর উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে শ্রেণীকক্ষে চোলাই মদের বোতল নিয়ে প্রবেশ করার অপরাধে তিন ছাত্রকে বিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে বুধবার উপজেলার আজগানা ইউনিয়নের কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র রিমন এক লিটার চোলায় মদের বোতল নিয়ে শ্রেণীকক্ষে প্রবেশ করে। ঘটনাটি জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষক ম-লী ওই ছাত্রের স্কুল ব্যাগের ভেতর থেকে মদের বোতল উদ্ধার করে। এ ঘটনার রিমনের সহযোগী একই শ্রেণীর অনয় ও হাসিব নামে আরও দুই ছাত্র জড়িত থাকার প্রমাণ পায় শিক্ষক ম-লী। এ ব্যাপারে পরে দুপুরে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভায় ডাকা হয়। সভায় ওই তিন ছাত্রকে বিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয় বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম জানিয়েছেন।
এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হযরত আলী মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও ঘটনার সত্যতা স্বীকার করেন।
আজগানা ইউনিয়ন পরিষদের সদস্য ছানোয়ার হোসেন বলেন রিমন নামের ওই ছাত্র মঙ্গলবার রাতে আজগানা গ্রামের মাদক ব্যবসায়ী ভুলুর কাছ চোলাই মদের বোতলটি কিনে আনে বলে তারা জিজ্ঞাসাবাদে জানতে পারে। ভুলু এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে এলাকার শিশু কিশোরদের হাতে এই মাদক তোলে দিচ্ছে। তার ব্যাপারে ব্যবস্থা নিতে অচিরেই এলাকাবাসী নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে বলে উল্লেখ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।