বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা : বানারীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পাশে পৌর শহরের ৩নং ওয়ার্ডের মাহেন্দ্র স্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকা-ে অন্তত ৬টি দোকান ভস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার রাত আড়াইটার দিকে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে। এ সময় পাশ্ববর্তীরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা তাৎক্ষণিক পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় একটি হোটেল, দু’টি পেট্রোলের দোকান, দু’টি পার্সের ও চায়ের দোকানসহ মাহেন্দ্র শ্রমিক ইউনিয়নের অফিস পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় প্রাথমিকভাবে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। প্রতক্ষদর্শীরা জানান, মনির হোসেনের ওয়াহেদিয়া হোটেল থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। পাশের সালেক আকন ও মো: মানিকের পার্টস, পেট্রল, ডিজেল ও মবিলের দোকান এবং মাহেন্দ্র-আলফা শ্রমিক ইউনিয়নের অফিস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে বানারীপাড়ার ফায়ার সার্ভিস কর্মীরা প্রতিষ্ঠান ৬টি রক্ষা করতে পারেনি। তবে পাশের অন্য প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ওয়াহেদিয়া হোটেল অ্যান্ড রেষ্টস্টুরেন্টের মালিক মনির হোসেন ওই অগ্নিকা-ে ৪ নং ওয়ার্ডের তারিকুল ইসলাম জড়িত বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।