Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালীগঞ্জে যানবাহন চালকদের বিরুদ্ধে মামলা জরিমানা আদায়

প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৩ টি মামলা দায়ের করে ৩২শ টাকা জরিমানা আদায় করেছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কালীগঞ্জের কাশিপুর নামক স্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভিন এ ভ্রাম্যমাণ আদালত করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ফিটনেস বিহীন যানবাহনসহ নছিমন, করিমন, আলমসাধুর বিরুদ্ধে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন মোটরসাইকেল চালকদের কাগজপত্র না থাকায় এবং মহাসড়কে অবৈধভাবে নছিমন আলমসাধু চালানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১৩ টি মামলা দায়ের করে ৩২শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে বিচারক শাহানাজ পারভিন জানান, মোটরযান অধ্যাদেশ আইনের ১৯৮৩ এর বিভিন্ন ধারায় ১৩ টি যানবাহন চালকদের বিরুদ্ধে মামলা দায়ের করে ৩২শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ