Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে অজ্ঞান পার্টির ৮ সদস্য গ্রেফতার

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : রাজধানীতে অজ্ঞান পার্টি  চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরা হলো, মো. মাসুদ, মো. কামাল, মোঃ মইনুল, মোঃ রানা, মোঃ সালাউদ্দিন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ শহিদ ও মোঃ শাহজাহান।
পুলিশের উপ-কমিশনার মোঃ মাসুদুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সায়েদাবাদ বাসস্ট্যান্ড ও যাত্রাবাড়ী চৌরাস্তা বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। এ সময় যাত্রীবেশী অজ্ঞান পার্টির ৮ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চেতনানাশক ট্যাবলেট ও মলম উদ্ধার করা হয়। পুলিশের এ কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃতরা সায়েদাবাদ ও যাত্রাবাড়ী বাস টার্মিনাল থেকে উত্তরা, টঙ্গী, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও উত্তরাঞ্চলগামী বাসগুলোতে যাত্রী বেশে উঠে। বাসে উঠার পর তারা সাধারণ যাত্রীদের টার্গেট করে বিভিন্ন কৌশলে চেতনানাশক মিশ্রিত খাবার খাইয়ে অজ্ঞান করে মালামাল ও টাকা নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ