রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : দাউদকান্দি উপজেলার নৈয়াইর বাজারে ব্যবসায়ীরা প্রায় ১ ঘণ্টা যাবৎ অবরুদ্ধ করে রাখে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন দু’কর্মকর্তাসহ স্থানীয় কর্মকর্তা-কর্মচারীদের। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংযোগ দাউদকান্দির গৌরীপুর পেন্নাই থেকে মতলব-বাবুরহাট সড়কের নৈয়াইর বাজারের প্রবেশদ্বারে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে অবৈধ দখলের মাধ্যমে মার্কেট নির্মাণ করে রেখেছে। এ কারণে এ পথে বিভিন্ন যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে না পারায় দখল উচ্ছেদের জন্য বাজারের অন্য ব্যবসায়ীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে গতকাল বুধবার কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের সাব-ডিভিশন ইঞ্জিনিয়ার হালিমুর রহমান, সেকশন অফিসার হুমায়ুন কবিরসহ স্থানীয় কর্মকর্তা-কর্মচারীরা সরেজমিনে নৈয়াইর বাজারে আসেন। এ সময় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জনস্বার্থে অবৈধ দখল উচ্ছেদের দাবিতে প্রায় এক ঘন্টা কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে গণমাধ্যমের প্রতিনিধিরা ঘটনাস্থলে গেলে ব্যবসায়ী ও এলাকাবাসী জনস্বার্থের দাবিটি তুলে ধরেন। এ বিষয়ে স্থানীয় শহিদ উল্লাহ্ সরকার, দুলাল সরদার, মঈন আহম্মেদ, ইঞ্জিনিয়ার হেলাল আহম্মেদসহ অনেকে জানান, সারাদেশে আইনের প্রয়োগ থাকলেও এখানে কিন্তু আইনের প্রয়োগ হচ্ছে না। গণমাধ্যমের প্রতিনিধিরা সড়ক ও জনপথ বিভাগের সাব-ডিভিশন ইঞ্জিনিয়ার হালিমুর রহমানের কাছে অভিযোগ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বি-এস খতিয়ানভুক্ত সড়কের যে সমস্ত জায়গা রয়েছে এর প্রতি ইঞ্চি উদ্ধার করা হবে। জনস্বার্থে সড়ক স¤প্রসারণ ও মেরামত নিশ্চিত করতেই তারা সরেজমিনে এসেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।