Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে সওজ কর্মকর্তারা অবরুদ্ধ

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : দাউদকান্দি উপজেলার নৈয়াইর বাজারে ব্যবসায়ীরা প্রায় ১ ঘণ্টা যাবৎ অবরুদ্ধ করে রাখে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন দু’কর্মকর্তাসহ স্থানীয় কর্মকর্তা-কর্মচারীদের। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংযোগ দাউদকান্দির গৌরীপুর পেন্নাই থেকে মতলব-বাবুরহাট সড়কের নৈয়াইর বাজারের প্রবেশদ্বারে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে অবৈধ দখলের মাধ্যমে মার্কেট নির্মাণ করে রেখেছে। এ কারণে এ পথে বিভিন্ন যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে না পারায় দখল উচ্ছেদের জন্য বাজারের অন্য ব্যবসায়ীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে গতকাল বুধবার কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের সাব-ডিভিশন ইঞ্জিনিয়ার হালিমুর রহমান, সেকশন অফিসার হুমায়ুন কবিরসহ স্থানীয় কর্মকর্তা-কর্মচারীরা সরেজমিনে নৈয়াইর বাজারে আসেন। এ সময় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জনস্বার্থে অবৈধ দখল উচ্ছেদের দাবিতে প্রায় এক ঘন্টা কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে গণমাধ্যমের প্রতিনিধিরা ঘটনাস্থলে গেলে ব্যবসায়ী ও এলাকাবাসী জনস্বার্থের দাবিটি তুলে ধরেন। এ বিষয়ে স্থানীয় শহিদ উল্লাহ্ সরকার, দুলাল সরদার, মঈন আহম্মেদ, ইঞ্জিনিয়ার হেলাল আহম্মেদসহ অনেকে জানান, সারাদেশে আইনের প্রয়োগ থাকলেও এখানে কিন্তু আইনের প্রয়োগ হচ্ছে না। গণমাধ্যমের প্রতিনিধিরা সড়ক ও জনপথ বিভাগের সাব-ডিভিশন ইঞ্জিনিয়ার হালিমুর রহমানের কাছে অভিযোগ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বি-এস খতিয়ানভুক্ত সড়কের যে সমস্ত জায়গা রয়েছে এর প্রতি ইঞ্চি উদ্ধার করা হবে। জনস্বার্থে সড়ক স¤প্রসারণ ও মেরামত নিশ্চিত করতেই তারা সরেজমিনে এসেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ