Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সাভার থেকে স্টাফ রিপোর্টার : মাদকের বিরুদ্ধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাভারের আশুলিয়ায় মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।আজ সকালে বেসরকারি প্রতিষ্ঠান কারিতাস প্রচেষ্টা প্রকল্পের উদ্যোগে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।কারিতাস প্রচেষ্টা প্রকল্পের প্রজেক্ট ইনচার্জ ফরিদ আহমেদ খানের নেতৃত্বে বিভিন্ন স্কুলের কয়েক’শ শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।কারিতাস প্রচেষ্টা প্রকল্পের প্রজেক্ট ইনচার্য ফরিদ আহমেদ খান মানববন্ধন থেকে জানান, সাভার ও আশুলিয়ায় মাদকে আসক্ত হয়ে এলাকার যুব সমাজের বড় একটি অংশ আজ বিপথগামী। মাদকসেবীদের পরিবার ও সমাজ তাদের যন্ত্রণায় অতিষ্ঠ। মাদকসহ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা দূর করতে প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ