Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাত মাসেও সন্ধান মেলেনি স্কুলছাত্রের

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের রাউজানে এক স্কুলছাত্র গত ৭ মাস পূর্বে কোচিংয়ে যাওয়ার পর থেকে এখনো তার কোন সন্ধান মেলেনি। অহিত দাশ নামের নিখোঁজ ওই ছাত্রের মোহরা এল এ খান উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র। সে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়ার বাসিন্দা ও পল্লী­ চিকিৎসক অজিত দাশের ছেলে। নিখোঁজের পরদিন গত বছরের ১৬ জুলাই চান্দগাঁও থানায় একটি জিডি করা হয়। কিন্তু সাত মাস পেরিয়ে গেলেও তার খোঁজ দিতে পারছে না কেউ। অহিত দাশের পিতা পল্ল­ী চিকিৎসক অজিত দাশ বলেন, গত বছরের ১৫ জুলাই বিকেলে মোহরা এলাকার বাসা থেকে বের হয়ে ছেলে অহিত কোচিংয়ে যায়। কিন্তু সেদিন থেকে আর বাসায় ফেরেনি অহিত। নিখোঁজের পর থেকে তার মা প্রতিদিন ছেলের খোঁজে নানা জায়গায় না পেয়ে হতাশ হয়ে বাসায় ফিরে সজ্ঞাহীন হয়ে পড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ