রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শেরপুর (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার শেরপুরে নেশাখোর ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন এক অসহায় মা। পরে তাকে উপজেলা নির্বাহী অফিসার একেএম সরোয়ার জাহানের আদালতে হাজির করা হলে তাকে ১১ মাসের কারাদÐ প্রদান করা হয়। এ সময় বিভিন্ন মেয়াদে আরো ৩ জন মাদকসেবীকে কারাদÐ প্রদান করা হয়। জানা যায়, উপজেলার সিমাবাড়ী ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের মৃত ফকরুল বিশ্বাসের ছেলে সবুর বিশ্বাস (৪০) মাদকের টাকা না পেয়ে বাড়ীর লোকজনকে মারধর করতো। এক পর্যায়ে গত মঙ্গলবার তার বৃদ্ধা মাকে বেদম মারপিট করলে এলাকাবাসীর সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাকে ১১ মাসের কারাদÐ দেয়া হয়। অপরদিকে থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবনের সময় আরো ৩ মাদকসেবীকে আটক করে বিকাল ৫টায় উপজেলা নির্বাহী অফিসার একেএম সরোয়ার জাহানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলো- গাইবন্ধা জেলার তুলশিঘাট এলাকার হামির মিয়ার ছেলে স্বপন (১৮) কে ৪ মাস, বগুড়ার সোনাতলার আব্দুল জলিলের ছেলে শাহাদত হোসেন (২১) কে ১ মাস ও শেরপুর উপজেলা শেরুয়া বটতলার রুপেনের ছেলে মনির (২০) কে ৩ মাস। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. এরফান জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্তদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।