Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাই মতবিনিময় সভা

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : উন্নয়নের এক বছর ‘জনতার মুখোমুখি মেয়র’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা গত মঙ্গলবার পৌরসভার চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ২০১৭ সালে সবাই মিলে শপথ করি মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত ধামরাই গড়ি এ শ্লোগান সামনে রেখে এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন স্থানীয় সুশিল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, ইমামসহ প্রতিটি শ্রেণি-পেশার মানুষ। এ শীর্ষক আলোচনা সভায় পৌর মেয়র ও ধামরাই উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ গোলাম কবির মোল্লা পৌরসভার তথা জনমানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। সেই সাথে অনুষ্ঠানে আসা বিভিন্ন শ্রেণিপেশার মানুষ পৌরসভার উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলে পৌর মেয়র তার জবাব দেন। এর পূর্বে পৌর মেয়রকে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় পৌরসভার প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ