Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কচুয়ায় ওপেন হাউজ ডে

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কচুয়া (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : চাঁদপুরের কচুয়ায় বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে গতকাল বুধবার কচুয়ায় ওপেন হাউজডে অনুষ্ঠিত হয়েছে। কচুয়া থানা প্রশাসনের উদ্যোগে থানা প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম (সেবা)। এ সময় তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রæতি অনুযায়ী জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে কোন আপোষ নেই, অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকল শ্রেণি-পেশা মানুষের সমন্বয়ে সামাজিক আন্দোলনের মাধ্যমে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া তোলা সম্ভব। কচুয়া থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবালের সভাপতিত্বে স্থানীয় জন প্রতিনিধি, উপজেলা পুলিশিং কমিটি, সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবন্দর সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এএসপি সার্কেল (হাজীগঞ্জ) মঞ্জিল হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক প্রানধন দেবনাধ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল, আ: সামাদ আজাদ , ওসমান গনি মোল্লা, ইমাম হোসেন সোহাগ, জসিম উদ্দিন লিটন ও প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার প্রমুখ। এসময় কচুয়া উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ কাউছার আহমেদ, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পুলিশিং কমিটিউনিটির সদস্য সহ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ