Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক : দেশের দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ২ জন। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা জানান, মির্জাপুরে সামনের চলা ট্রাককে পেছন থেকে একটি মিনি ট্রাক ধাক্কা দিলে মিনি ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের পোষ্টকামুরী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালকের মো. আরিফ হোসেন (২৬) নাটোর জেলার লালপুর থানায় বলে জানা গেছে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী মিনি ট্রাক মহাসড়কের ওই স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে পেছনের মিনি ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে মিনি ট্রাকের চালক চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মির্জাপুর থানা ও হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুর্ঘটনা কবলিত দুটি ট্রাক মহাসড়ক থেকে সড়িয়ে নিলে সকাল পৌনে ৭টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়। এ দুর্ঘটনায় অন্য কেউ হতাহত হয়নি। এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা ওসি মো. খলিলুর রহমান পাটোয়ারী বলেন, শেষ রাতে ঘুমের ঝোকে গাড়ী চালাতে গিয়ে সামনের ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ঈশ্বরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বাই সাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার রাত ১০টায় মাঝিয়াকান্দি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের সঞ্চাপুর গ্রামের বজেন্দ্র কুমার আদিত্যর ছেলে (সেলুন ব্যবসায়ী) দুলাল কুমার আদিত্য (৪৫) দোকানের কাজ শেষে বাই সাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে পেছন দিক থেকে একটি মোটর সাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান জানান, নিহতের ভাই বাদী হয়ে ১ জনের নাম ও অজ্ঞাতনামা ২ জনকে আসামি করে একটি মামলা করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ