Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

জমি নিয়ে বিরোধে কুষ্টিয়ায় এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা

প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার : জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে কুষ্টিয়ার দৌলতপুরে আব্দুল কুদ্দুস (৫০) নামের এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামের নিজ বাড়ির পাশের একটি বাগান থেকে আব্দুলের লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহতের পরিবারের দাবি, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন আব্দুল কুদ্দসকে বাড়ি থেকে ধরে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঘটনাস্থলে ফেলে রাখে। এ ঘটনায় নিহতের ভাই নবীর উদ্দিন বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যার অভিযোগ দায়ের করেছেন।নিহতের স্ত্রী জোসনা খাতুন জানান, বুধবার রাত ২টার দিকে পুলিশ পরিচয় দিয়ে পাশের পোয়ালবাড়ি গ্রামের প্রতিপক্ষ রুহুল, কোরবান, ফেরদৌস ও বুদসহ ৬-৭ জন বাড়িতে প্রবেশ করে তার স্বামী আব্দুল কুদ্দুসকে জোর করে ধরে নিয়ে যায়। রাতে সে আর বাড়ি না ফিরলে সকালে জিয়ার বাগানে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ