রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ময়নুল হক, ডোমার (নীলফামারী) থেকে্র : অন্নপূর্ণা জৈবসার হচ্ছে মাটির প্রাণ। রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির শক্তি হারিয়ে যাচ্ছে। ফলে কৃষকরা জমিতে ভালো ফসল ভালো ফলন পাচ্ছেন না। কৃষি বিজ্ঞানী ইদ্রিস আলী জানান, ১০ বছর আগে যেখানে জমিতে বছরে দুটি ফসল ফলানো হতো, এখন জনশক্তি বৃদ্ধির ফলে প্রয়োজনের তাগিদে খাদ্যের চাহিদা মেটাতে জমিতে বছরে তিন থেকে পাঁচটি ফসল ফলাতে কৃষকেরা হিমশিম খাচ্ছেন। এর ফলে মাটি বিশ্রাম পাচ্ছে না, ফলে জমি দিন দিন দুর্বল হয়ে পড়ছে। এমতাবস্থায় জমিতে জৈবসার প্রয়োগ করা একান্ত জরুরি হয়ে পড়েছে। কৃষকরা ইনকিলাবকে জানান, অন্নপূর্ণা জেবসার ব্যবহার করে কৃষকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। ডোমার ইউনিয়নের বড়রাউতা গ্রামের সিরাজুল ইসলাম ইনকিলাবকে জানান, অন্নপূর্ণা জৈবসার জমিতে ব্যবহারের ফলে রোগ-বালাই জমিতে ভালো ফলন হয়েছে এবং জমির উর্বর শক্তি দ্বিগুণ হয়েছে। ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের উপ-পরিচালক এনামুল হক ইনকিলাবকে জানান, পর্যায়ক্রমে রাসায়নিক সারের অধিক ব্যবহারে জমির উর্বর শক্তি ফসল উৎপাদনে শূন্যের কোটায় নিয়ে এসেছে। এ সংকট কাটাতে হলে জমিতে জৈবসার ব্যবহার করতে হবে। ডোমার উপজেলার প্রাণকেন্দ্র বনোয়ারী মোড়ে ব্যবসায়ী রামনিওয়াশ আগরওয়ালা দীর্ঘ গবেষণার ফলে ১৯৯৫ সালে বাংলাদেশে সর্বপ্রথম অন্নপূর্ণা জৈবসারের প্রক্রিয়া শুরু করেন। উৎপাদিত জৈবসার বিভিন্ন কৃষি খামারে পরীক্ষা-নিরীক্ষার পর ২০০০ সালে বাজারজাত করার সরকারিভাবে অনুমোদন লাভ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।