Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কালকিনিতে সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ

ভ‚মি অফিসের নিষেধাজ্ঞা মানছে না প্রভাবশালীরা

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ময়দান বাজারে সরকারি খাল দখল করে একের পর এক পাকা ভবন নির্মাণ করছে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা। নিয়ম-নীতির তোয়াক্কা না করে পেশিশক্তির জোরে দখল কার্যক্রম চালালে ইউনিয়ন ভ‚মি অফিস থেকে নিষেধাজ্ঞা জারি করলেও তা মানা হচ্ছে না। আর একের পর এক সরকারি জমি দখল করে পাকা ভবন নির্মাণ করায় এখন তা মহোৎসবে পরিণত হয়েছে। জানা গেছে, উপজেলার কয়ারিয়া এলাকার ময়দান বাজারে সরকারি খাল দখল করে বর্তমানে একটি পাকা ভবন নির্মাণ করছে এলাকার প্রভাবশালী ব্যক্তি বড় চর কয়ারিয়া গ্রামের অজেদ হাওলাদারের ছেলে আনোয়ার হাওলাদার ও মানিক হাওলাদার। আর এতে মৌখিক ও লিখিত নোটিশ করে বাধা প্রদান করে কয়ারিয়া ইউনিয়ন ভ‚মি অফিস। কিন্তু দখলকারীরা ভ‚মি অফিসের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। এব্যাপারে কয়ারিয়া ইউনিয়ন ভ‚মি সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, সরকারি জমি দখল করে তারা পাকা ভবন নির্মাণ করছে। আমরা এ বিষয়ে তাদের নিষেধ করেছি। কিন্তু তারা তাতে কর্ণপাত না করায় এখন এ বিষয়ে ঊর্ধŸতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। এলাকাবাসী অভিযোগ করে জানান, একইভাবে উক্ত বাজারে সরকারি জমি দখল করে পাকা ও টিনশেড ঘর নির্মাণ করেছে এলাকার খলিল মোল্লা, তালেব মোল্লা, টিটন হাওলাদার, জামাল হাওলাদার, সাখাওয়াত সরদার, কাদের সরদার, হাশেম সরদারসহ কতিপয় প্রভাবশালী ব্যক্তিরা। এব্যাপারে তারা সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানের দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ