প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: ২৬ জানুয়ারি ভারতের রিপাবলিকান ডে অর্থাৎ গণতন্ত্র দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এ বছরও ‘অল ইন্ডিয়া কালচারাল এসোসিয়েশন’ আয়োজন করে আন্তর্জাতিক নাট্যোৎসবের। ১২তম এই আন্তর্জাতিক নাট্যোৎসবে বাংলাদেশ থেকে চন্দ্রকলা থিয়েটার দুইটি নাটক স্বপ্নের তরী এবং তন্ত্রমন্ত্র নিয়ে অংশগ্রহণ করে। দুটি নাটকেরই রচনা ও নির্দেশনা দিয়েছেন এইচ আর অনিক। গত ৬ বছর ধরে এই নাট্যোৎসবে চন্দ্রকলা থিয়েটার অংশগ্রহণ করে আসছে। গত ৩০ জানুয়ারী এইচ আর অনিকের রচনা ও নির্দেশনা এবং সংস্কৃতিতে অবদানের জন্য ‘অল ইন্ডিয়া কালচারাল এসোসিয়েশন’ এবং ভারতের (ইউপি) এর মেয়র ড. আই. এস. টোমার তাকে আজীবন সম্মাননা প্রদান করেন। এইচ আর অনিক বলেন, এই সম্মাননা পাওয়ার পর আমার দায়িত্ব আরও বেড়ে গেছে। চেষ্টা করবো আমার কাজের মাধ্যমে দেশের সম্মান বয়ে আনতে। ইতিমধ্যে চন্দ্রকলা থিয়েটার ১২ বছরে পদার্পণ করেছে। চন্দ্রকলা থিয়েটার নিয়ে আমার স্বপ্ন, সঠিক সংস্কৃতি পথে অনেক দূর যাওয়া। উল্লেখ্য বাংলাদেশ থেকে চন্দ্রকলা থিয়েটারসহ স্লোভাকিয়া, ইরান, ইংল্যান্ড, ভারত এই নাট্যোৎসবে অংশগ্রহণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।