Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন ধারাবাহিক নাটক ফুল মহল

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: আজ থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ফুল মহল’। আহমেদ শাহাবুদ্দীন-এর রচনা ও সকাল আহমেদ-এর পরিচালনায় নাটকটি প্রচার হবে বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ১৫ মিনিটে। আবুল হায়াত, আনিসুর রহমান মিলন, জেনি, অর্ষা, বন্যা মির্জা, শম্পা রেজা, কে এস ফিরোজ, লুৎফর রহমান জর্জ, মুনিরা মিঠু প্রমুখ। ধারাবাহিকের গল্পটি পারিবারিক দ্বন্দ্ব কেন্দ্রিক, গ্রাম ও শহরের বাস্তবতার আলোকে নির্মিত। একটি দৈনিক পত্রিকার লাইফস্টাইল পাতার সম্পাদক সৌরজয়। তার মা-ও একজন সাংবাদিক। সৌরজয় লাইফস্টাইল পাতা চালানোর পাশাপাশি নিজের পাতায় প্রাচীন রাজবাড়ি বা ঐতিহ্য নিয়ে লিখতে ভালবাসে। তার এই লেখার ভক্ত ফ্যাশন ডিজাইনার ফিরোজা চৌধুরীর মেয়ে সুহা। সুহার সঙ্গে তার পরিচয়ের সূত্র তার মা ফিরোজা চৌধুরী। এক পর্যায়ে সুহা তাকে বলে, ‘আপনি এত এত পুরানো রাজবাড়ি নিয়ে লেখেন কিন্তু ‘ফুল মহল’ নিয়ে লেখেন না কেন? সুহার কথায় সৌরজয় ‘ফুল মহল’-এর স্টোরি করতে উৎসাহী হয়। কিন্তু স্টোরি করতে গিয়ে হোঁচট খায় সে। ফুলমহলের প্রধান পুরুষ মহিউদ্দিন খোরাসানি তার সঙ্গে দেখা করেন না। ফলে বিস্ময় ও ব্যর্থতা নিয়ে ফিরতে হয় তাকে। নিজের সাংবাদিকতা জীবনে প্রথম ব্যর্থতার কথা মাকে বলতেই তার মা জাহানারা ক্ষুব্ধ কণ্ঠে বলে ওঠেন, ‘ওখানে গিয়েছ কেন তুমি?’ মায়ের হঠাৎ ক্ষোভ প্রশ্নের জন্ম দেয় সৌরজয়ের মনে। একদিন মায়ের কালেকশনে থাকা পুরনো পেপার কাটিং রহস্যের নতুন দিক উন্মোচিত করে। যেখানে হেডিং করা হয়েছেÑ ফুল মহলে কখনও ভালবাসার ফুল ফোটে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ