Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

কুষ্টিয়ার সাবু ডাক্তার হত্যা মামলার আসামির লাশ উদ্ধার

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ৩:৫৫ পিএম

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার আলোচিত সাবু ডাক্তার হত্যা মামলার আসামি ফজলুর রহমান ওরফে কসাই ফজলুর (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার বেলা ১১টার দিকে কুমারখালী উপজেলার চড়াইকোল এলাকার রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ফজলু কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের মৃত গারেশ মণ্ডলের ছেলে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, বেলা ১১টার দিকে এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ফজলু মিরপুরের আওয়ামী লীগ নেতা ও আমবাড়িয়ার পল্লি চিকিৎসক সাবু ডাক্তার হত্যা মামলার ৩ নম্বর আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে মিরপুর থানায় একাধিক মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ