Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাজাহানপুরে স্কুলবাস চাপায় পথচারী নিহত

বগুড়া অফিস | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ২:২০ পিএম

বগুড়া অফিস : বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে স্কুলবাসের চাপায় আবু সাঈদ (৩৫) নামে একজন পথচারী মারা গেছেন।

আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ উপজেলার বড়পাথার গ্রামের ভাজন তালুকদারের ছেলে।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লাল মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি স্কুলবাস বগুড়ার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে সিএনজিচালিত একটি অটোরিকশাকে সাইড দিতে যান বাসের চালক।

এ সময় মহাসড়কের একপাশ থেকে অন্যপাশে যাওয়ার জন্য দৌড় দেন আবু সাঈদ। সেই মুহূর্তে বাসের চাপায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই লাল মিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ