বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ আলীরটেক ইউনিয়নের গোগনগর এলাকায় ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবে নিহত ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টায় থেকে বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক জহিরউদ্দিন চৌধুরীর নেতৃত্বে উদ্ধার অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, নিহত ব্যক্তিরা হলেন মো. তালেব (৩৫), নেজাব ওরফে নিজাম (৩০), সুজন (৩৬), শাহীন (৩৮), শরীফুল (৩৬) ও সুজব ওরফে সবুজের (৩০)। নিহত শ্রমিক প্রত্যেকের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া গারেশ্বর গ্রামে। রাতেই তাদের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে। এদিকে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের হাতে নগদ ২০ হাজার করে টাকা তুলে দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।