বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ২০১৬ সালে হজ কার্যক্রমে অংশগ্রহণকারী অভিযুক্ত ৩১টি হজ এজেন্সিকে রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে জরিমানা, শাস্তি ও অব্যাহতি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আজ বুধবার দুপুর ১২টার মধ্যে অভিযুক্ত হজ এজেন্সিগুলো ধার্য্যকৃত জরিমানার টাকা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে পারলে বৈধ হজ এজেন্সির দ্বিতীয় তালিকায় অন্তভূক্ত হতে পারবে। ধর্ম মন্ত্রণালয়ের রিভিউ কমিটির শুনানীর পর তাদের সুপারিশের ভিত্তিতে ধর্ম সচিব মোঃ আব্দুল জলিলের অনুমতি সাপেক্ষে উল্লেখিত হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে চূড়ান্ত শাস্তি প্রদান করা হয়েছে। শাস্তিপ্রাপ্ত ও অব্যাহতি প্রাপ্ত হজ এজেন্সিগুলো হচ্ছে, ঢোলা ফকির এয়ার সার্ভিস (৩ লাখ টাকা জরিমানা), গাউছে পাক (রহ.) ট্যুরস এন্ড ট্রাভেলস (৫ লাখ টাকা জরিমানা এবং এক বছরের জন্য লাইসেন্স স্থগিত), এ আর ট্রাভেলস (২ লাখ টাকা জরিমানা ও লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহার), কনটেনেনটাল এয়ার ইন্টারন্যাশনাল (৫ লাখ টাকা জরিমানা এবং লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহার), জামান এন্টারপ্রাইজ (অব্যাহতি), এম জে আইমান ইন্টারন্যাশনাল (৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা), সাউথ এশিয়ান ওভারসীজ নেটওয়ার্ক (অব্যাহতি), ইউনিয়ন ট্রাভেলস লি: (লাইসেন্স বাতিলসহ ১০ লাখ টাকা জরিমানা), সালওয়া ওভারসীজ সার্ভিসেস (লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত), সাকিব এভিয়েশন ও দি ম্যাক্সিম ট্রাভেলস এজেন্সি (৫ লাখ টাকা জরিমানা), সাজিত হজ ট্রাভেলস এন্ড ট্যুরস (তিন বছর স্থগিত ও ২০ লাখ টাকা জরিমানা), এয়ার বেস্ট (তিন বছরের জন্য লাইসেন্স স্থগিত), ইমাম ট্রাভেলস (লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত), এভারগ্রীন ট্যুরস এন্ড ট্রাভেলস (অব্যাহতি), নেট ট্যুরস (এক লাখ টাকা জরিমানা ও লাইসেন্স স্থগিতাদেশ প্রত্যাহার), প্যান ব্রাইট ট্রাভেলস (প্রা.) লি. (৩ লাখ টাকা জরিমানা ও শাস্তি প্রত্যাহার), হলিউড ট্যুরস এন্ড ট্রাভেলস (৫ লাখ টাকা জরিমানা এবং হজ কার্যক্রমে সুযোগ দেয়া হলো), ফারহান এভিয়েশন সার্ভিসেস (৩ লাখ টাকা জরিমান ও শাস্তি প্রত্যাহার), আর আর ট্রাভেলস লি. (৪ লাখ টাকা জরিমানা), আল-নূর এয়ার সার্ভিস (৫ লাখ টাকা জরিমানা, এক বছরের জন্য লাইসেন্স স্থগিত ও পরিচালক (হজ)কে ফৌজদারী মামলা দায়ের করার জন্য নিদের্শ), এলিগেন্ট এভিয়েশন লি. (৩ লাখ টাকা জরিমানা), সার্কিব এভিয়েশন (৫ লাখ টাকা জরিমানা), গাউছে পাক (রহ.) ট্যুরস এন্ড ট্রাভেলস (৪ লাখ টাকা জরিমানা), ইমোন ট্রাভেলস এন্ড ট্যুরস (৩ লাখ টাকা জরিমানা), গালফ ট্রাভেলস (৫ লাখ টাকা জরিমানা), খান জাহান আলী হজ ট্যুরস এন্ড ট্রাভেলস (অব্যাহতি), এম এম আর এভিয়েশন (৪ লাখ টাকা জরিমানা), সিকদার হজ এন্ড ওমরাহ ট্রাভেলস (২ লাখ টাকা পরিশোধ করায় অব্যাহতি), স্বদেশ এভিয়েশন (এক লাখ টাকা জরিমানা), দি ম্যাক্সিম ট্রাভেলস এজেন্সি এন্ড ট্যুরস (৫ লাখ টাকা জরিমানা এবং জালিয়াতির জন্য পরিচালক (হজ)কে ফৌজদারী মামলা রজু করার নিদের্শ), খান ট্রাভেলস সার্ভিসেস (৩ লাখ টাকা জরিমানা ), কে জি প্রগতী এয়ার সার্ভিস (৩ লাখ টাকা জরিমানা) ও বিসমিল্লাহ ওভারসীজ এন্ড হজ সার্ভিস (৪ লাখ টাকা জরিমানা)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।