বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খেলাফতে ইসলামী বাংলাদেশের আমীর মাওলানা আবুল হাসানাত আমিনী দেশের উন্নয়নবিরোধী কর্র্মকাÐে জড়িত থাকায় ড. ইউনূসের শাস্তি দাবি করে এক বিবৃতিতে বলেছেন, সম্প্রতি কানাডার একটি আদালত পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি ষড়যন্ত্র মামলা খারিজ করে দিয়ে অভিযুক্তদের বেকসুর খালাস দেয়ার পর একথা পরিষ্কার হয়ে গেছে যে, এ প্রকল্পে কোন দুর্নীতি হয়নি। বরং নোবেল জয়ী ড. ইউনূূস ভদ্র মুখোশের আড়ালে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে রাজনৈতিক ফায়দা হাসিল করতেই বিদেশি বন্ধুদের ব্যবহার করে বাংলাদেশের ক্ষতি করতে চেয়েছিলেন। তার কারণেই বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু নির্মাণে ঋণ সহায়তা বন্ধ করে দিয়েছিল বিশ্বব্যাংক।
বিবৃতিতে তিনি আরো বলেন, ড. ইউনূস সেই ব্যক্তি যিনি দারিদ্র বিমোচনের নামে সুদের ব্যবসা করে অঢেল সম্পদের পাহাড় গড়েছেন। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক থেকে চড়া সুদে ক্ষুদ্র ঋণ নিয়ে দেশের লক্ষ লক্ষ দরিদ্র্র মানুষ সর্র্র্বস্ব হারিয়ে পথের ভিখারী হয়েছেন। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, তার অপরাধকে হালকা করে দেখার কোন সুুযোগ নেই। দেশের উন্নয়ন বিরোধী কর্র্মকান্ডে জড়িত থাকায় অবিলম্বে ড. ইউনূসকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন এবং গ্রামীণ ব্যাংকের আত্মঘাতী সুদ কার্যক্রম বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে সুদের কড়াল গ্রাস থেকে গ্রাম বাংলার দরিদ্র মানুষের রক্ষা করুন । ####
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।