বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : আদালতের নিষেধাজ্ঞা সত্তে¡ও প্রায় ২ হাজার ৩৫০ বিঘা কৃষিজমি, জলাভূমি ও নিচু জমিতে মাটি ভরাট করে ইউনিক প্রপার্টি ডেভেলপমেন্টের সোনারগাঁও ইকোনমিক জোনের কার্যক্রম অব্যাহত থাকায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২২ ফেব্রæয়ারি আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষরঞ্জন দাসের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে বেলা’র পক্ষে ছিলেন সাঈদ আহমেদ কবির। বিবাদী পক্ষে ছিলেন আহসানুল করিম। পরে সাঈদ আহমেদ বলেন, সোনারগাঁওয়ের ৬টি মৌজায় কৃষি জমি, নিচু জমি ভরাট করে ইউনিক প্রপার্টিজ সোনারগাঁও রিসোর্ট সিটি নির্মাণের কাজ শুরু করে। এর বিরুদ্ধে ২০১৪ সালের ২ মে হাইকোর্ট রুল জারি করে। একইসঙ্গে সোনারগাঁও রিসোর্ট সিটি নির্মাণে প্রথম নিষেধাজ্ঞা দেন। এবং যে অংশ ভরাট করা হয়েছে তা পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়ার নির্দেশ দেন। রুলে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর, জেনপুর, ছয়হিস্যা, চরভাবানাথপুর, ভাটিবান্ধা ও রতনপুর মৌজার কৃষি জমি, জলাভূমি, নিচু ভূমি রক্ষায় কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চান হাইকোর্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।