Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জালে আটকা পড়ল বিরল প্রজাতির মাছ

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রাউজান উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়াস্থ মোকামী পাড়ায় হালদা নদীর সাথে লাগোয়া একটি পুকুরে জালে আটকা পড়েছে একটি বিচিত্র প্রজাতির মাছ। যা দেখতে এলাকার শত শত উৎসুখ মানুষ ভিড় করছে ওই গ্রামের হাফিজুর রহমান চৌধুরী বাড়িতে। জানাগেছে, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে হলদা পাড়ের মোকামী পাড়া গ্রামের মোহাম্মদ রফিক তার বাড়ির পিছনে হলদার সাথে লাগোয়া একটি পুকুরে ছটকি জাল ফেললে অন্যান্য মাছের সাথে একটি বড় আকারের বিরল প্রজাতির মাছ ধরা পড়ে তার জালে। যেটি দেখতে হেলিকপ্টারের মত অনেকটা। উপরে নিচে ও পাশে বেশ কয়েকটি পাকা রয়েছে মাছটির। উৎসুখ জনতার কেউ কেউ ধারণা করছেন মাছটি উড়াল দিতে পারবে। ওই গ্রামের হাফিজুর রহমান চৌধুরী বাড়ির মোহাম্মদ রফিক বলেন, গত সোমবার সকালে বাড়ির পিছনের পুকুরে জাল ফেললে অন্যান্য মাছের সাথে হঠাৎ এই বিরলপ্রজাতির মাছটি দেখতে পায়। তিনি বলেন, ৭-৮ বছর ধরে মাছ ধরছি তবে এ ধরনের মাছ কখনো দেখিনি। তবে মাছটি ডিসকোভারি চ্যানেলে দেখায় বলে তিনি অনেকের কাছে শুনেছেন। এটি দেখার জন্য তার বাড়িতে প্রচুর উৎসুখ জনতা ভিড় করছে। তিনি আরো বলেন, মাছটি একটি বালতিতে রেখেছি। কিছুক্ষণ পর পর বাঁশির সুরের মতো মাছটি আওয়াজ করছে। বাঁশির সুরের আওয়াজ যেরকম মাছটির ডাকও হুবহু সেরকম বলে তিনি দাবি করেন। মাছটি নিয়ে নিয়ে নানা কৌত‚হলের সৃষ্টি হয়েছে ওই এলাকায়।



 

Show all comments
  • ইকরাম খান ৯ জানুয়ারি, ২০২১, ১:৫১ পিএম says : 0
    মাছটির নাম সাকার।এটি ময়লা খায়।এটি এ‍্যাকুরিয়ামে পোষে শখ করে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ