Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

অপহরণকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ রফিক উদ্দিন ঠাকুরকে অপহরণের প্রতিবাদে ও অপহরণকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ পালন করে। সরাইল সদর ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন অপহরণের শিকার উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইসমত আলী, উপজেলা সেক্টর ফোরামের সাধারণ সম্পাদক মাহফুজ আলী, যুবলীগ নেতা পায়েল মৃধা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম সিজার প্রমুখ। অপহরণের শিকার রফিক উদ্দিন ঠাকুর বলেন, সোমবার বিকাল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্টে যাওয়ার পথে একটি অপরিচিত মোবাইল নম্বর (০১৭৯৮-৪২৭৯৩৭) দিয়ে তাকে লিটন পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করে পুনিয়াউট এলাকায় একটি স’মিলে তার একবন্ধুর কথা বলে সেখানে যেতে বলেন। তার ব্যবহৃত প্রাইভেটকারটি পুনিয়াউট বাসস্ট্যান্ডে থামালে লিটন নামের লোকটি তাকে স’মিলের দিকে নিয়ে যায়। লোক চক্ষুর আড়ালে যাওয়া মাত্র পূর্ব থেকে ওৎঁ পেতে থাকা লিটনের সহযোগী ৪/৫ জন যুবক তাকে ধরে একটি টিন সেডের ঘরে নিয়ে যায়। এ সময় তার কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দুই ঘণ্টা পর গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার ২নং শহর পুলিশ ফাঁড়ির কর্তব্যরত অফিসার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে রফিক উদ্দিন ঠাকুরকে অপহরণকারীদের কাছ থেকে উদ্ধার করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ