Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদকাসক্ত ছোট ভাইয়ের ঘুষিতে মৃত্যু

পারিবারিক বিরোধের জের

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান, জমির ভাগ-ভাটোয়ারা ও পারিবারিক বিষয়াদি নিয়ে মাদকাসক্ত ছোট ভাইয়ের ঘুষিতে বড় ভাই জাহাঙ্গীর ভূঁইয়ার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনারটেক এলাকায় ঘটে এ ঘটনা। নিহত জাহাঙ্গীর ভ‚ঁইয়া ওই এলাকার মৃত মোতালিব ভুইয়ার ছেলে। পরিবারের সদস্যরা বিষয়টি স্ট্রোক বলে চালিয়ে দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহনারটেক এলাকার মোতালিব ভ‚ঁইয়া মারা যাওয়ার আগে হার্ডওয়্যার অ্যান্ড থাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান ও জমি-জমা রেখে যান। মোতালিব ভ‚ঁইয়া মারা যাওয়ার পর তার ছেলে জাহাঙ্গীর ভ‚ঁইয়া ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করেন। বেশ কয়েক দিন ধরেই ব্যবসা প্রতিষ্ঠান, জমির ভাগ-ভাটোয়ারা ও পারিবারিক বিষয়াদি নিয়ে জাহাঙ্গীর ভ‚ঁইয়ার সঙ্গে তার মাদকাসক্ত ছোট ভাই তানভির ভূঁইয়ার বিরোধ চলে আসছিলো। এসব বিষয় নিয়ে সোমবার রাতে জাহাঙ্গীর ভূঁইয়ার সঙ্গে তানভির ভ‚ঁইয়ার বাকবিতÐা হয়। এক পর্যায়ে জাহাঙ্গীর ভ‚ঁইয়ার বুকে ঘুষি মারে তানভির ভূঁইয়া। এ সময় নাক-মুখ দিয়ে রক্ত বের হয়ে জাহাঙ্গীর ভূঁইয়া মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এদিকে, তানভির ভ‚ঁইয়ার পক্ষ হয়ে পরিবারের সদস্যরা স্ট্রোক বলে বিষয়টিকে ধামা চাপা দেয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ইন্সপেক্টর শহীদুল আলম বলেন, পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোন অভিযোগ দেয়নি।
বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার
রূপগঞ্জে স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতায় বিচার-সালিশ থেকে একটি বিদেশী পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসী ওবাইদুল হোসেন রকি (৩০) পালিয়ে যায়। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকা থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া সন্ত্রাসী ওবাইদুল হোসেন রকি দড়িকান্দি এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম মনির জানান, দুপুরে দড়িকান্দি এলাকার একটি বিচার-শালিসে যান স্থানীয় ইউপি সদস্য আলম হোসেন। এসময় সন্ত্রাসী ওবাইদুল হোসেন রকির কোমড়ে থাকা পিস্তলটি আছে বলে সন্দেহ করেন আলম হোসেন। পরে পুলিশের সহযোগীতায় আমেরিকান তৈরি একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় ওবাইদুল হোসেন রকি দস্তাদস্তি করে দৌঁড়ে পালিয়ে যায়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, এ ব্যপারে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া সন্ত্রাসী ওবাইদুল হোসেন রকিকে গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ