রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) উপজেলা সংবাদদাতা : ঋতুরাজ বসন্তকে বরণ করতে দামুড়হুদা উপজেলার দর্শনায় ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব ও আবৃতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। অনির্বাণ থিয়েটার, গণউন্নয়ন গ্রন্থাগার ও রামাযুষ ক্লাবের যৌথ আয়োজনে শুরুতেই গত সোমবার বিকেলে দর্শনা মেমনগর বিডি হাইস্কুল মাঠে ঘুড়ি উৎসব ও গানে গানে বসন্তকে বরণ করা হয়। এ উৎসবে নানা বয়সের মানুষ অংশ নেয়। প্রায় অর্ধশতাধিক তরুণ ঘুড়ি উড়িয়ে বাংলার পুরোনো ঐতিহ্য দামাল ছেলেদের ঘুড়ি উড়ানোর কথা মনে করিয়ে দেয়। মাঠে ঘুড়ি উড়ানোর সাথে সাথে বসন্তকে বরণ করতে সংগীত পরিবেশন করেন, ইসরাইল হোসেন খান টিটো ও পলাশ। নানা বয়সের শত শত মানুষ মাঠে উপস্থিত ঘুড়ি উৎসব উপভোগ করেন। এরপর গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক সাহিত্যিক আবু সুফিয়ানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন আব্দুল মান্নান, অনির্বাণ থিয়েটারের সদস্য হাসমত কবির, রামাযুষের সভাপতি এম এ ফয়সাল। উৎসব শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।