Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের মাঝে উপকরণ বিতরণ

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : মির্জাপুরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের (লিফ) মধ্যে কাজের উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভায় এ উপকরণ বিতরণ করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আহসান হাসিব খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন ও মির্জাপুর প্রেসক্লাব সভাপতি নিরঞ্জন পাল প্রমুখ। মির্জাপুর উপজেলার ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে উপজেলার ১০টি ইউনিয়নে ৩ জন ক্ষেত্র সহকারী ও ১০ জন লিফ নিয়োগ দেয়া হয়েছে। তাদের কর্ম পরিধি বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেককে মেজরিং টেপ, রেইনকোট, সেক্কিডিসক, স্প্রীং ব্যালেন্স, থারমোমিটার, পোষাক ও ক্যাপ দেয়া হয়। এর আগে প্রত্যেকের মাঝে বাইসাইকেল দেয়া হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আহসান হাসিব খান বলেন, মাঠ পর্যায়ে মৎস্য চাষীদের ক্ষেত্র সহকারী ও লিফগণ মৎস্য চাষের ওপর নানাবিধ পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা করে থাকে। তাদের আরও গতিশীল করতে কর্ম সহায়ক এসব উপকরণ বিতরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ