রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : মির্জাপুরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের (লিফ) মধ্যে কাজের উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভায় এ উপকরণ বিতরণ করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আহসান হাসিব খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন ও মির্জাপুর প্রেসক্লাব সভাপতি নিরঞ্জন পাল প্রমুখ। মির্জাপুর উপজেলার ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে উপজেলার ১০টি ইউনিয়নে ৩ জন ক্ষেত্র সহকারী ও ১০ জন লিফ নিয়োগ দেয়া হয়েছে। তাদের কর্ম পরিধি বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেককে মেজরিং টেপ, রেইনকোট, সেক্কিডিসক, স্প্রীং ব্যালেন্স, থারমোমিটার, পোষাক ও ক্যাপ দেয়া হয়। এর আগে প্রত্যেকের মাঝে বাইসাইকেল দেয়া হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আহসান হাসিব খান বলেন, মাঠ পর্যায়ে মৎস্য চাষীদের ক্ষেত্র সহকারী ও লিফগণ মৎস্য চাষের ওপর নানাবিধ পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা করে থাকে। তাদের আরও গতিশীল করতে কর্ম সহায়ক এসব উপকরণ বিতরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।