বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জে শেখ রাসেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাদল কৃষ্ণ বিশ্বাস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদের সামনে হাঁটছিলেন বাদল। এসময় মাটি ভর্তি একটি ট্রলি (পাওয়ার টিলার) তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় বাদলকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে তার মৃত্যু হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা এসব তথ্য জানিয়েছেন।
এদিকে, তার মৃত্যুর খবর পেয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা আওয়ামী লীগ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ হাসপাতাল ও বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।