Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী তরুণ নিহত

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১১:৫৭ এএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে মাসুদ আলী (২২) নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন মাসুদের চাচাতো ভাই কালামসহ ৫ জন।

সোমবার রাত পৌনে ১টার দিকে ওহেদপুর সীমান্তের বিপরীতে ভারতীয় এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ আলী শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।

গুলিবিদ্ধ কালামসহ অন্যরা পালিয়ে এসে গোপন স্থানে চিকিৎসা নিচ্ছে। আহত কালাম একই এলাকার আব্দুল হালিমের ছেলে। এ ছাড়া অন্য আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
নিহত মাসুদের লাশ ভারতের চাঁদনিচক ফাঁড়ি বিএসএফের নিয়ন্ত্রণে রয়েছে বলে বিশরশিয়া গ্রামের লোকজন নিশ্চিত করেছে।
উল্লেখ্য, গত তিন মাসে একই সীমান্তে বিএসএফের গুলিতে ৪ বাংলাদেশি নিহত ও ১০ জন আহত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ