বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য অধিদফতরের ১০ কর্মকর্তাকে উপ-পরিচালক পদোন্নতি দিয়ে পদায়ন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিভাগীয় পদোন্নতি কমিটি (ডিপিসি)-এর সুপারিশক্রমে বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য বিভাগের এসব কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়েছে। প্রেসিডেন্টের আদেশক্রমে পারসোনাল শাখা ২-এর যুগ্মসচিব এ কে এম ফজলুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি হয়।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটের তত্ত¡াবধায়ক ডা. মো. শাহজাহানকে স্বাস্থ্য অধিদফতরের ইপিআই অ্যান্ড সার্ভিল্যান্সের উপ-পরিচালক, চট্টগ্রামের বক্ষ্যব্যাধি হাসপাতালের চিকিৎসা তত্ত¡াবধায়ক ডা. অসীম কুমার নাথকে স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক (মেডিক্যাল এডুকেশন), স্বাস্থ্য অধিদফতরের পারসোনাল শাখা ৩-এর সহকারী পরিচালক ডা. জে এম কামরুল ইসলামকে স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক (অর্থ), ঝিনাইদহের সিভিল সার্জন ডা. মো. আবদুল হালিমকে স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক (শৃঙ্খলা), ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি, তেজগাঁওয়ের সহকারী পরিচালক ডা. মো. আবু হাসানুজ্জামানকে উপ-পরিচালক সমমর্যাদায় কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (ওএসডি) সংযুক্ত যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের ডা. এ কে এম কামরুল ইসলামকে স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক (ওএসডি), স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (ওএসডি) সংযুক্ত তত্ত¡াবধায়ক নোয়াখালী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের ডা. এ এন এম শামছুল করিমকে স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক (ওএসডি), সিলেট জেলার সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমানকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের উপ-পরিচালক, গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. আলী হায়দার খানকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের উপ-পরিচালক ও পাবনা মানসিক হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. কার্তিক কুমার সাহাকে সিরাজগঞ্জের ম্যাটসের অধ্যক্ষ পদে পদোন্নতি দিয়ে পদায়ন দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।