বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনা ও কে এম নুরুল হুদার অধীনে নির্বাচনে যাওয়া মানে দোযখে যাওয়া। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগ নতুন প্রধান নির্বাচন কমিশন নুরুল হুদা।
‘নির্বাচনকালীন সরকার এবং গ্রহণযোগ নির্বাচন শীর্ষক’ এ আলোচনা সভার আয়োজন করে অপরাজেয় বাংলাদেশ নামের সংগঠন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে বিএনপির এই নীতি-নির্ধারক বলেন, নিজেদের স্বার্থের জন্য সরকার বিএনপিকে নির্বাচনে নিতে চায়। কারণ ২০১৪ সালে নির্বাচন নিয়ে যে দুর্নীতি করেছে তা ঢাকতে হবে, না হলে আন্তর্জাতিক মহলের চাপ সামলাতে পারবে না। বেগম খালেদা জিয়ার মামলা প্রসঙ্গ টেনে দলের এই সিনিয়র নেতা বলেন, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার নামে একই মামলা ছিল। শেখ হাসিনা ক্ষমতায় এসে তার সব মামলা বাতিল করে দিয়েছে আর খালেদা জিয়ার নামের মামলাগুলোকে সচল করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির এই নীতি-নির্ধারক বলেন, বেগম খালেদা জিয়াকে মামলা দিয়ে জেলে পাঠাবেন আর আপনি এমনিতে খালাস পেয়ে যাবেন। সময় হলে সবকিছুর বিচার হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি ফরিদা মনি শহিদুল্লাহ, বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।