Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব ইডিসিএলের অভিষেক

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের অফিসারদের সংগঠন অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব ‘ইডিসিএল’ এর প্রীতি ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইডিসিএলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ডা. এহসানুল কবির (জগলুল) অভিষেক অনুষ্ঠানটির উদ্বোধন করেন। অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব ইডিসিএলের সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলী আকবর চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তা। মধ্যাহ্নভোজ, জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা এবং র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ