বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : নাটোরের জনসেবা হাসপাতালে অস্ত্রোপচারের সময় ডা. এমএ হান্নানের বিরুদ্ধে রোগীর কিডনি ‘ঢ়ুরির’ যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন বলে দাবি করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতৃবৃন্দ। গতকাল সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বিএমএ নেতৃবৃন্দ এই দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএমএ’র রাজশাহীর সাধারণ সম্পাদক ডা. খলিলুর রহমান। তিনি বলেন, ঢাকার পি.জি হাসপাতাল ছাড়া দেশের আর অন্য কোথাও রোগীর কিডনি প্রতিস্থাপন সম্ভব নয়। কিডনি বের করে নিলে অন্য কোথাও তা সংরক্ষণও করা যাবে না। তাই ডা. এমএ হান্নানের বিরুদ্ধে রোগীর কিডনি বের করে নেয়ার অভিযোগ ভিত্তিহীন।
তিনি বলেন, ইচ্ছে করলেই রোগীর কিডনি বের করে অন্য কারও শরীরে প্রতিস্থাপন সম্ভব নয়। এর জন্য নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) সুবিধাসহ দক্ষ নার্স ও মেডিক্যাল সুযোগ-সুবিধা লাগে। এসবের কিছুই নাটোরের ওই বেসরকারি হাসপাতালটিতে নেই। আর কোনো একজন চিকিৎসকের পক্ষে রোগীর কিডনি অপসারণ সম্ভবও নয়।
ডা. খলিলুর রহমান বলেন, বিষয়টি নিয়ে বিতর্ক ওঠায় ওই রোগীর কিডনি আছে কীনা তা পরীক্ষা-নিরীক্ষার দায় দেয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। সেই পরীক্ষার প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যেত, ওই রোগীর কিডনি আছে কীনা। এরপর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হতো। কিন্তু পরীক্ষা করার জন্য হাসপাতালের পক্ষ থেকে রোগীকে আনার জন্য তার বাড়িতে গাড়ি পাঠানো হলেও তিনি আসেননি। রহস্যজনক কারণে তিনি পরীক্ষা এড়িয়ে আদালতে মামলা করেছেন।
তিনি বলেন, ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল। তিন দিনের মধ্যে পুলিশকে প্রতিবেদন দেয়ার জন্য এই কমিটিকে নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু রোগী পরীক্ষা না করায় তদন্ত কমিটি কোনো প্রতিবেদন দিতে পারেনি। এর দায় ওই রোগীর।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএমএ’র কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. মহিবুল হাসান, বিএমএ’র রাজশাহীর সভাপতি ডা. এসআর তরফদার, রামেকের অধ্যক্ষ ডা. আনোয়ার হাবিব, উপাধ্যক্ষ ডা. নওশাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।