বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গদখালী ফুলের রাজ্যে দিন-রাত কর্মব্যস্ততা
যশোর থেকে রেবা রহমান : যশোরের ফুল রাজ্য গদখালীর চাষিদের এবার পোয়াবারো। দিন-রাত পরিশ্রম করে আশানুরূপ ফল পাচ্ছেন তারা। অতীতেও ফুল বিক্রি করে লাভবান হয়েছেন। কিন্তু এবার বসন্ত এবং ভালোবাসা দিবসে প্রচুর ফুল বক্রি হয়েছে। গদখালীর ফুল চাষী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহিম গতকাল দৈনিক ইনকিলাবকে জানান, বসন্ত দিবস ও ভালোবাসা দিবস উপলক্ষে ৯ ফেব্রæয়ারি থেকে ১৩ ফেব্রæয়ারি পর্যন্ত ১৪ কোটি টাকারও বেশি ফুল বিক্রি হয়েছে। ওই ফুল অভ্যন্তরীণ চালানে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গেছে। এখনো চলছে ফুল তোলা, বান্ডিল করা, সংরক্ষণ, পরিবহন, ক্রয় ও বিক্রয়সহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রয়েছে সংশ্লিষ্টদের বিশাল এক কর্মযজ্ঞ। সামনে মহান একুশে ফেব্রæয়ারি উপলক্ষে আরো প্রায় ৬ কোটি টাকার ফুল বিক্রির আশা করা হচ্ছে। বসন্ত ও ভালোবাসা দিবসে বাসন্তী রঙের গাদা, লাল গোলাপ, জারবেরা ও গøাডিওলাস ফুলের চাহিদা ছিল সবচেয়ে বেশি। গতকাল বসন্ত উৎসবে যশোর শহরের চারিদিকে ফুলে ফুলে ভরে যায়। শুধু চাষিরাই নয়, পাইকারি ও খুচরা ফুল ব্যবসায়ী বেচাকেনায় বেশ লাভবান হয়েছেন বলে ফুল ব্যবসায়ী আজমত হোসেন জানালেন।
যশোরের ফুল রাজ্য গদখালীতে রজনীগন্ধা উৎপাদনে বিপ্লব ঘটে বেশ আগে। রজনীগন্ধার পাশাপাশি ঝাউ কলম ফুল, লিলিয়াম, লাল গোলাপ, সাদা গোলাপ, কালো গোলাপ, হলুদ গোলাপ, গাঁদা, জবা ও জুইসহ মানসন্মত বিভিন্ন ফুল উৎপাদন হচ্ছে বছরের বারোমাস। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায় অন্য কোন আবাদ হয় না বললেই চলে। ফুল চাষিরা জানান, মাঝেমধ্যে মন্দা হয় ফুলের বাজার। তবে বিশেষ দিবস উপলক্ষে ফুলের বেচাকেনা বেড়ে যাওয়ায় গড়ে লাভই হয়। আমরা বছরের বারো মাসই ফুল উৎপাদন করে থাকি। দিনে দিনে ফুল চাষ সম্প্রসারিত হচ্ছে। যশোরের গদখালীর বাইরেও ঝিনাইদহ মহেশপুর কালীগঞ্জে ব্যাপক ফুল চাষ হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।