Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় পরীক্ষার্থী গ্রেফতার

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চলতি এসএসসি পরীক্ষায় কড়াকড়ি গার্ড দেয়ায় উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান কাজলকে কতিপয় পরীক্ষার্থী শারীরিক নির্যাতন করে। এ ঘটনায় রোববার রাতে নান্দাইল মডেল থানায় ২০ জন নামীয় ও অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামি করে মামলা রুজু হয়। পুলিশ গতকাল সোমবার মামলার প্রধান আসামি এসএসসি পরীক্ষার্থী শফিউল আলম শুভকে পরীক্ষা শেষে গ্রেফতার করে। সে চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করে। উল্লেখ্য, চলতি পরীক্ষায় চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। গত রোববার গণিত পরীক্ষায় উক্ত শিক্ষক নকলের সুযোগ না দেয়ায় পরীক্ষা শেষে উক্ত শিক্ষককের কাকচরের বাসায় কতিপয় পরীক্ষার্থী তাকে শারীরিকভাবে নির্যাতন করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ